সমুদ্র সন্তান- সঞ্জীব চৌধুরী Shomudro Shontan by Sanjeeb Chowdhuri | Gan Bilasi | Chokhta Eto Poray keno

2018-05-13 2

শিরোনামঃ সমুদ্র সন্তান
শিল্পীঃ সঞ্জীব চৌধুরী
অ্যালবামঃ বাড়ি ফেরা হল না

চোখটা এত পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও (২)

বুক জুড়ে এই বেজান শহর
হা হা শূণ্য আকাশ কাঁপাও,
আকাশ ঘিরে শঙ্খচীলের
শরীর চেরা কান্না থামাও,
আকাশ ঘিরে শঙ্খচীলের
শরীর চেরা কান্না থামাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও।
চোখটা এত পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও।

আমি তোমার কান্না কুড়াই
কান্না উড়াই কান্না কাপাই
কান্না আমি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি
কান্না আমি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি
সমুদ্র কি তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখি

চোখটা এত পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও(২)

Free Traffic Exchange